জিম্বাবুয়েকে ২৭৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
আপডেট: ২০১৫-১১-১৪ ১৩:২৭:২৭
জিম্বাবুয়েকে ২৭৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম এবং সাব্বিরের ব্যাটের ওপর ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট ২৭৩ রান সংগ্রহ করে। মুশফিক ১০৭ ও সাব্বির ৫৭ রান করেন।শনিবার দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জয় করে বাংলাাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান তিনি। এদিন সৌম্য সরকারের পরিবর্তে দলে ডাক পাওয়া ইমরুলকে মূল একাদশে রাখা হয়নি।
শেষ দিকে এসে দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ার পর অধিনায়ক মাশরাফি এসে সামাল দেন।তিনি মাত্র ৮ বলে ১৪ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলে পাবে এক পয়েন্ট। কিন্তু বাংলাদেশ যদি এক ম্যাচ হারে তাহলে দুই পয়েন্ট হারাবে মাশরাফিরা।
তবে বাংলাদেশ নিজেদের মাটিতে টানা তিনটি সিরিজ (পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারত) জয়লাভ করেছে। এছাড়া বিশ্বকাপেও দারুণ চমক দেখিয়েছে। এর আগে বাংলাদেশ জিম্বাবুয়ে সর্বশেষ মুখোমুখি হয় গত বছরের নভেম্বর-ডিসেম্বরে। তখন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়লাভ করে টাইগাররা।