স্বাস্থ্য অধিদফতরে ১০৮১ পদে আবেদন প্রায় ৩ লাখ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-১৫ ১৬:৫৬:৪৫
সম্প্রতি স্বাস্থ্য অধিদফতর মোট ১০টি ক্যাটাগরিতে ১ হাজার ৮১টি পদে আবেদনপত্র আহ্বান করে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. আমিরুজ্জামান জানান, ১০৮১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে মোট ২ লাখ ৯১ হাজার ২১ জন আবেদন করেছেন। পদের তুলনায় যা প্রায় ২৭০ গুণ বেশি।
তিনি বলেন, প্রাথমিকভাবে আবেদনপত্রগুলো যাচাই-বাছাইয়ের পর পরবর্তীতে নিয়োগ কমিটি সভা করে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করবেন।
জানা গেছে বিভিন্ন ক্যাটাগরির পদগুলোর মধ্যে হেলথ এডুকেটরের ২টি পদে ৫৮ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের ৬টি পদে ১ হাজার ১৪৮ জন, পরিসংখ্যানবিদের ৩৮টি পদে ৪ হাজার ৩২০ জন, কিটতত্ত্বীয় টেকনিশিয়ানের ৪টি পদে ২৬১ জন, স্বাস্থ্য সহকারীর ৯৩৬টি পদে ২ লাখ ৩৮ হাজার ২২৫ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৩১টি পদে ৮ হাজার ৮৬ জন, স্টোর কিপারের ৫০টি পদে ২৭ হাজার ৮৩৮ জন, ওয়ার্ড মাস্টারের ১১টি পদে ৫ হাজার ৬১৭ জন, ডার্করুম সহকারীর ২টি পদে ২০৯ জন ও ল্যাবরেটরি অ্যাটেনডেন্টের ১৭টি পদের বিপরীতে মোট ৫ হাজার ৪৫৯টি আবেদন জমা পড়ে।