সোমবার গণজাগরণ মঞ্চের আলোর মিছিল

আপডেট: ২০১৫-১১-০৮ ১৯:৩১:৩৮


imran-sarkarশাহাবাগের প্রজন্ম চত্বরে সোমবার সমাবেশ পরবর্তী আলোর মিছিল করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

গত শুক্রবার ‘মুক্তচিন্তার সংহতি সমাবেশ’ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

ব্লগার, লেখক, প্রকাশক এবং মুক্তচিন্তার মানুষদের হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১৩ নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় শাহাবাগের প্রজন্ম চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ।  ২০ নভেম্বর, শুক্রবার বিকেল তিনটায় হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণ-সমাবেশ পালনের ও ঘোষণা দেয়া হয়।