মান্দায় মোবাইলের দোকান চুরি

আপডেট: ২০১৫-১১-০৮ ২০:৩৪:১৮


188342005নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউপির অন্তর্গত  জামদই গ্রামের ঈদগাহ মোড়ে ভাইবোন মোবাইলের দোকান ঘরে চুরি সংঘটিত হয়েছে।

দোকানের মালিক জামদই গ্রামের আলাউদ্দিনের পুত্র আব্দুর রহমান জানান, গত শনিবার দিবাগত রাত্রিতে দোকান ঘরের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা ১টি কম্পিউটার, ২৫টি মোবাইল, ১টি ইউপিএস, ৫টি পেনড্রাইভ, ৫০টি হেডফোন, ৬০টি মেমোরি কার্ড, ২০টি নোকিয়া ব্যাটারি এবং ড্রয়ারে থাকা নগদ ক্যাশ ৫ হাজার টাকাসহ সর্বমোট এক লক্ষ একষট্টি হাজার নয় শত টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে মান্দা থানা অফিসার ইনর্চাজ মোজাফ্ফর হোসেন জানান, মান্দা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।

সানবিডি/ঢাকা/রাআ/সেতু