মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশ: ২০১৫-১১-০৮ ২০:৪২:০৬
নওগাঁর মান্দায় গতকাল শনিবার বেলা ১১টায় সারাদেশের ন্যায় মান্দা উপজেলা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মান্দা উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সামছুল আলম প্রামানিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সভায় তিনি বলেন, ৭ই নভেম্বর এর চেতনায় দেশ ও জাতীরক্ষার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ।
উক্ত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম নাজমুল হক নাজু, সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার, রফিকুল ইসলাম সরদার, নওফেল আলী মন্ডল, জামিলা আক্তার ফেন্সী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুখলেছুর রহমান মুকে, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সামসুল ইসলাম বাদল, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার স্বপন, যুবদলের মিজানুর রহমান নান্টু, আব্দুল জলিল, এনামুল হক মাষ্টার, আসাদ্দুজামান আসাদ, ডি এম আব্দুল মালেক, ছাত্রদল নেতা আবু বক্কর সিদ্দিক, গোলাম হোসেন, আঃ হালিম দুলাল প্রমুখ ।
সানবিডি/ঢাকা/রাআ