ক্যালিফোর্নিয়ার আকাশে কীসের আলো ??
|| প্রকাশ: ২০১৫-১১-০৮ ২২:০২:৫২ || আপডেট: ২০১৫-১১-০৮ ২২:০৩:৫০

আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের আকাশে রহস্যময় এক উজ্জ্বল আলোর ছুটোছুটির ঘটনায় সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার রাতে অরেঞ্জ কাউন্টি ও তার আশপাশের এলাকায় ওই আলো ছুটে যেতে দেখা যায়।
তারপর অনলাইনে ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এই আলো ও তার উৎস সম্পর্কে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়তে থাকে। খবর বিবিসি অনলাইনের।
অনলাইনে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায়, উজ্জ্বল একটি আলোর ছটা ওপরের দিকে ছুটছে। তারপর কোনের আকারে ওই আলোটি থেকে উজ্জ্বল নীল আলো ছড়িয়ে পড়ছে। কোনো কোনো ভিডিওতে ওই আলোকে কয়েক মিনিট ধরেও ছুটে যেতে দেখা গেছে।
অবশ্য পরে অরেঞ্জ কাউন্টির শেরিফ জানান, ওই আলোটি আর কিছুই নয়, নৌবাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের। ক্যালিফোর্নিয়ার সমুদ্র উপকূল থেকে পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।
পরে ক্যালিফোর্নিয়ার মিডিয়াতে নিশ্চিত করা হয় যে একটি ক্ষেপণাস্ত্র থেকেই ওই আলোটি এসেছে। নৌবাহিনীর একটি ডুবোজাহাজ থেকে ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ