ডিএসইতে ১ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-০৫ ১৫:৪৬:২৮
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সাথে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। আজ ডিএসই লেনদেন ১ মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, দর কমেছে ২১৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।
ডিএসইতে ৭০৬ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা ১ মাস ২ দিন বা ২৩ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে জানুয়ারি মাসের ২ তারিখ ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি টাকা। যা ছিল আজকের লেনদেন থেকেও কম।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩৪ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। আর ২৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস