ট্রমা মেডিকেল ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত
আপডেট: ২০১৫-১২-২৪ ০১:০৮:৫৩
ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের অঙ্গ প্রতিষ্ঠান ট্রমা আই এমটি এন্ড ম্যাটস ও শ্যামলী ম্যাটসের নতুন শিক্ষাবর্ষের (২০১৫-১৬) ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের নবীনবরণ ও উদ্বোধন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর আগারগাঁও জাতীয় গ্রন্থাগার অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের চেয়ারম্যান জিয়াউল হক, বিশেষ অতিথি ছিলেন ঢাকা সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. কামাল আহমেদ, পরিচালক প্রশাসন, তানজিনা খান, ট্রমা আইএমটি এন্ড ম্যাটসের অধ্যক্ষ ইব্রাহানা ইসলাম, শ্যামলী ম্যাটসের অধ্যক্ষ তাসনুভা আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে জিয়াউল হক বলেন, চিকিৎসা পেশা সম্পূন্ন মানবসেবা পেশা। মানব সেবার এ পেশায় যে কেউ ইচ্ছা করলেই আসতে পারে না। তিনি নবীন সব শিক্ষার্থীদের প্রথম থেকেই মনোযোগ দিয়ে পড়াশুনা করার আহ্বান জানান। তিনি আরো বলেন, সব শিক্ষার্থীকে দক্ষ ও আদর্শবান মেডিকেল এসিসট্যান্ট ও টেকনোলজিষ্ট হিসেবে প্রতিষ্ঠিত করে দেশের অসহায়, দরিদ্র, সেবা বষ্ণিত মানুষের পাশে দাঁড়াতে হবে।
ডা. কামাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল ও ভবিষ্যতে ভাল ক্যারিয়ার গড়ার প্রধান হাতিয়ার ক্লাশে শতভাগ উপস্থিতি ও মনোযোগী হতে হবে।
তানজিনা খান বলেন, এই কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীরা নানা মুখী সেবামূলক কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে। যেমন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপকেন্দ্র, বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক, বিভিন্ন এনজিও, গার্মেন্টসসহ দেশে যেমন চাহিদা রয়েছে তেমনি বিদেশেও রয়েছে ব্যাপক চাহিদা।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে ট্রমা আন্তক্রিড়া প্রতিযোগীতা-২০১৫ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।