জবির ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

আপডেট: ২০১৫-১১-০৯ ১৯:৩৫:১০


JNU 1জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘ই’ ইউনিটের ১০০টি আসনের (ড্রামা অ্যান্ড মিউজিক-৬০ ও ফাইন আর্টস- ৪০) বিপরীতে ২১২৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে। এই হিসেবে প্রতি আসনে ভর্তিযুদ্ধে লড়ছেন প্রায় ২১ জন শিক্ষার্থী। ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট ( www.jnu.ac.bd ) এ পাওয়া যাচ্ছে।

সানবিডি/ঢাকা/রাআ/ঈসমাঈল