সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে
|| প্রকাশ: ২০১৫-১১-১০ ১২:০৯:৪৩ || আপডেট: ২০১৫-১১-১০ ১২:০৯:৪৩

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের প্রথম ঘণ্টায় ৭৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টি কোম্পানির। আর দর কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৪ পয়েন্টে।
প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০৮ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডিকে অপসারণ
-
আইডিআরএ’র সদস্য হিসেবে নিয়োগ পেলেন কামরুল হাসান ও নজরুল ইসলাম
-
সম্পদ ব্যবস্থাপনার লাইসেন্স পেল সমবায় সমিতি
-
সিএসই-৩০ ইনডেক্সের সমন্বয়
-
অব্যবহৃত প্রভিডেন্ট ফান্ড পুঁজিবাজারে ব্যবহার করা সম্ভব
-
বাজেটে পুঁজিবাজারকে কম গুরুত্ব দেওয়া হয়েছে : ডিএসই চেয়ারম্যান