সংসদের সমালোচনা ইতিবাচক: টিআইবি

আপডেট: ২০১৫-১১-১০ ১৯:০৩:৩১


news_90261ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন নিয়ে সংসদে যে সমালোচনা হয়েছে এটাকে ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। সংসদের যেকোনো উদ্যোগে সহায়তা করতে টিআইবি প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

মঙ্গলবার এক বিবৃতিতে ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় সংসদের সম্মানিত সদস্যগণ ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদনকে যেভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন তাকে ইতিবাচক এবং টিআইবির কাজের স্বীকৃতি হিসেবে বিবেচনা করছি। সংসদকে কার্যকর করতে টিআইবির প্রতিবেদনে উপস্থাপিত তথ্য, বিশ্লেষণ ও সুপারিশ বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করেছেন ইফতেখারুজ্জামান।

প্রসঙ্গত, সংসদ কার্যক্রম নিয়ে টিআইবির সর্বশেষ প্রতিবেদনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা। সোমবার সংসদ সদস্যরা সংসদে টিআইবির তীব্র সমালোচনা করেন। আজও টিআইবির সমালোচনা করে বক্তব্য দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি জানিয়েছেন, তিন দিনের মধ্যে টিআইবি ক্ষমা না চাইলে সংস্থাটির বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেবে।

সানবিডি/ঢাকা/রাআ