বাস্তবতা টের পাচ্ছেন মুস্তাফিজ
আপডেট: ২০১৫-১১-১০ ১৯:৩৬:১৯
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের মতো জ্বলে উঠতে না পারাকে মুস্তাফিজ স্বাভাবিকভাবেই দেখছেন। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে উইকেটহীন ছিলেন। দ্বিতীয় ম্যাচে তিন উইকেট পেলেও খোলস ছাড়তে সময় নিয়েছেন। মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুস্তাফিজ বলেন, ‘সব সময় উইকেট পাওয়া যায় না। একটা প্লেয়ার প্রত্যেক ম্যাচে উইকেট পাবে না, এটাই স্বাভাবিক।’
মুস্তাফিজ ওয়ানডে অভিষেকে পেয়েছিলেন পাঁচ উইকেট, ভারতের সঙ্গে তিন ম্যাচের সেই সিরিজে মোট শিকার করেন ১৩ জনকে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বিস্ময় হয়ে ছিলেন। কিন্তু জিম্বাবুয়ে প্রথম ম্যাচে মুস্তাফিজকে উইকেটহীন রাখে।
‘সবসময় উইকেট ক্ষুধা থাকলেই উইকেট তোলা যায় এমন না। মাঝে মাঝে ভাগ্যের সহায়তাও লাগে।’ বলেন মুস্তাফিজ।
প্রথম ম্যাচে উইকেট না পাওয়া প্রসঙ্গে এ বাঁহাতি পেসার বলেন, ‘সবসময় ইচ্ছা থাকে ভালো করার। একটা প্লেয়ার প্রতিটি ম্যাচে উইকেট পাবে না। সব সময় উইকেট পাওয়া কঠিন। ব্যাটসম্যানরা না দিলে তো কিছু করার নেই।’
দেশের মাটিতে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ-যার তিনটিতে দলে ছিলেন মুস্তাফিজ। কাল তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে নিজের অনুভূতি জানাতে গিয়ে মুস্তাফিজ বলেন, ‘ভালো লাগারই কথা। তিনটা সিরিজে ছিলাম। আমিও হ্যাপি, আমার টিমমেটরাও হ্যাপি। শেষটাও যেন ভালো হয় সে চেষ্টা করবো। আমরা সবসময় জিততে চাই।’
সানবিডি/ঢাকা/রাআ