ইবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৫ নভেম্বর

প্রকাশ: ২০১৫-১১-১০ ২০:২৮:২১


Islamic-University-Kushtiaইসলামী বিশবিদ্যালের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরিক্ষা আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এসময় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস বন্ধ থাকবে।

এ বছর ৫টি অনুষদের ৮টি ইউনিটে মোট ১৬৯৫টি আসনের বিপরীতে এ ইউনিটে-২১৬৯, বি ইউনিটে-১৪ হাজার ২৮০, সি ইউনিটে-১২ হাজার ৯৬৬, ডি ইউনিটে-৮ হাজার ৮৯৮, ই ইউনিটে-৯ হাজার ২০৬ এফইউনিটে-২০১০, জি ইউনিটে-৯ হাজার ৬৬১ এইচ ইউনিটে-৫ হাজার ৬০১ জন সর্ব মোট ৬৪ হাজার ৭৮০ জন শিক্ষার্থী ভর্তি পরিক্ষায় অংশগ্রহন করবে।

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফট, সাড়ে ১১টা থেকো সাড়ে ১২টা পর্যন্ত ২য় শিফট। দুপুর ২টা হতে বিকাল ৩টা পর্যন্ত তৃতীয় শিফট এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত চতুর্থ শিফটে পরিক্ষা হবে। পরিক্ষার হলে মোবাইল হেড ফোন, ক্যালকুলেটরসহ সকল প্রকার ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি আনা সম্পূর্ন নিষিদ্ধ থাকবে।

সূত্র আরো জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা উপলক্ষে আগামী ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছাত্র ছাত্রীদের ক্লাস এবং সব ধরণের পরিক্ষা বন্ধ থাকবে।আগামী ১৯ নভেম্বর হতে ক্লাস পরিক্ষা সমূহ যথারীতি শুরু হবে।

সানবিডি/ঢাকা/রাআ