আর্থিক প্রতিষ্ঠানের ঋণ অবলোপন নীতিমালা শিথিল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০২ ০৯:৩৫:২৬


ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ অবলোপন নীতিমালা সংশোধন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো তিন বছরে মন্দ মানের খেলাপি ঋণ স্থিতিপত্র থেকে বাদ দিতে অবলোপন করতে পারবে। আর দুই লাখ টাকা পর্যন্ত ঋণ অবলোপনে মামলা করতে হবে না। এর আগে কোনো ঋণ মন্দ মানে শ্রেণিকৃত হওয়ার পাঁচ বছর পূর্ণ হলে তা অবলোপন করা হতো। আর মামলা ছাড়া অবলোপন করা যেত সর্বোচ্চ ৫০ হাজার টাকা। কিছু দিন আগে ব্যাংকের ঋণ অবলোপন নীতিমালা সিথিল করে কেন্দ্রীয় ব্যাংক।

বছরের পর বছর ধরে মন্দ মানে শ্রেণিকৃত খেলাপি ঋণ স্থিতিপত্র (ব্যালান্স শিট) থেকে বাদ দেওয়াকে ঋণ অবলোপন বলে। যদিও এ ধরনের ঋণ গ্রহীতা পুরো টাকা পরিশোধ না করা পর্যন্ত প্রতিষ্ঠানের খাতায় খেলাপি হিসেবে বিবেচিত হন। তবে আর্থিক প্রতিবেদন পরিস্কার দেখাতে শতভাগ প্রভিশন রেখে ঋণ অবলোপন করা হয়। ক্ষুদ্র ঋণে মামলার খরচের চেয়ে অনেকাংশে বকেয়া ঋণের পরিমাণ কম হওয়ায় ২০১৩ সালে মামলা না করেই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ অবলোপনের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক।