রিজেন্ট টেক্সটাইলের আইপিও লটারির ফল প্রকাশ
প্রকাশ: ২০১৫-১১-১২ ১৫:৫৫:৫৭
রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) লটারির ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম ক্লাব, চট্টগ্রামে এ লটারি ড্র অনুষ্ঠান শুরু হয়।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবীব, পরিচালক তানভীর হাবীব, স্যাটকম আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্বদেশ রঞ্জন সাহা, চেয়ারম্যান মো. ওয়ালী উল্লাহ, লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের সিইও মো. খন্দকার কায়েস হাসান প্রমুখ।
লটারীর ফলাফল ঘোষণা করতে রিজেন্ট টেক্সটাইলকে সহায়তা করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মনিরুল ইসলাম।
জানা গেছে, নির্ধারিত সময়ে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের আইপিওতে আবেদন পড়ে ৭১৪ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকার। পুঁজিবাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে ১২৫ কোটি টাকা সংগ্রহ করার কথা ছিল কোম্পানিটির। এ হিসাবে এটি প্রায় ৫ দশমিক ৭১ গুণ বেশি।