লেনোভোর বাজারে ধাক্কা

আপডেট: ২০১৫-১১-১২ ১৫:৫৯:২৪


lenovo-600x371নিজেদের ঢেলে সাজাতে গিয়ে একটু হলেও ধাক্কা খেয়েছে চীনের কম্পিউটার ও স্মার্টফোন জায়ান্ট কোম্পানি লেনোভো। ঢেলে সাজানোর খরচ বাবদ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটিকে ৭১.৪ কোটি ডলারের নিট লস গুণতে হয়েছে।

লেনোভোর বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, মজুদকৃত স্মার্টফোন অপসারণ ও কর্মী ছাঁটাই প্রক্রিয়ায় তাদের ৯২.৩ কোটি ডলার খরচ হয়েছে; যার প্রভাব পড়েছে দ্বিতীয় প্রান্তিকের আয়ে।

তবে পূর্বাভাসের তুলনায় এই ক্ষতি তেমন বড় ছিল না বলে জানিয়েছে লেনোভো।

খবরে বলা হয়, কোম্পানিটির রাজস্ব আয় ১৬ শতাংশ বেড়ে হয়েছে ১২২০ কোটি মার্কিন ডলার।