গুলিস্তান হবে হকারমুক্ত: খোকন

আপডেট: ২০১৫-১১-১২ ১৯:৩৮:৩৭


sayed k_90543রাজধানীর গুলিস্তানকে হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার নগর ভবনে হকার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি ‘ক্লিন গুলিস্তান’ গড়ার এ ঘোষণা দেন।

সাঈদ খোকন জানান,  গুলিস্তান এলাকার সার্বিক উন্নয়নে হকার প্রতিনিধি, র্যা ব, পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। এই কমিটি সাত কার্যদিবসের বিষয়টি নিয়ে কি করা যায় তা খতিয়ে দেখে প্রতিবেদন জমা দেবেন। এরপরই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, এখন থেকে গুলিস্তানে কোনো হকার বসবে না। কেউ কাউকে চাঁদা দিয়েও বসতে পারবে না। কেউ চাঁদা আদায় করতে পারবে ‍না। কেউ চাঁদা চাইতে আসলেই আপনারা তাকে ধরে পুলিশে দেবেন।

মেয়র আরও বলেন, উচ্ছেদকৃত হকারদের সঠিক তালিকা করা হবে। তারা যাতে পথে না বসে তার জন্য তাদের পুনর্বাসন করা হবে। যেখানে তাদের পুনর্বাসন করা হবে সেখানে বসতে হলে তাদের একটি টোকেন নিতে হবে। এই টোকেন নেয়ার আগে সিটি কর্পোরেশনকে তারা রাজস্ব পরিশোধ করবেন।

এভাবে পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণের অন্যান্য স্থানকে হকার মুক্ত করা হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সচিব খান মোহাম্মদ রেজাউল করিম, প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ, গুলিস্তান হকার ফেডারেশনের  সভাপতি এম এ কাসেম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/রাআ