টার্নওভারে শীর্ষে প্রকৌশল খাত

প্রকাশ: ২০১৫-০৯-২৩ ১৭:৩২:১৩


dseসপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভারের শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। আর সর্বনিম্নে অবস্থান করছে পাট খাত।

ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনের ১৯ দশমিক ১ শতাংশ ছিল প্রকৌশল খাতের। দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। লেনদেনে এ খাতের অংশ ছিল ১৭ দশমিক ৬ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। ডিএসই’র মোট লেনদেনের ১৩ দশমিক ৫ শতাংশ ছিল এ খাতের। চতুর্থ অবস্থানে ছিল বস্ত্র খাত। এ খাতের অংশ ছিল ৮ দশমিক ৮ শতাংশ। পঞ্চম অবস্থানে ছিল ব্যাংক খাত। ডিএসই’র মোট লেনদেনের ৮ শতাংশ ছিল এ খাতের।

এছাড়া বিবিধ খাতের ৫ দশমিক ৮ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৪ দশমিক ৬ শতাংশ, আর্থিক খাতের ৪ শতাংশ, সিমেন্ট খাতের ৩ দশমিক ৩ শতাংশ,  সেবা খাতের ৩ দশমিক ২ শতাংশ, ভ্রমন খাতের ৩ দশমিক ১ শতাংশ, টেলিযোগাযোগ খাতের ২ দশমিক ৪ শতাংশ, ট্যানারি খাতের ছিল ২ শতাংশ।

আর সিরামিক খাতের ১ দশমিক ৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ শতাংশ, জীবন বিমা খাতের দশমিক ৭ শতাংশ, সাধারন বিমা খাতে দশমিক ৫ শতাংশ, আইটি খাত ও পেপার খাতে দশমিক ৪ শতাংশ করে এবং পাট খাতের ছিল দশমিক ১ শতাংশ।