নওগাঁয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ৩ লাখ ৬৯ হাজার শিশুকে
|| প্রকাশ: ২০১৫-১১-১২ ২০:২৭:৫৫ || আপডেট: ২০১৫-১১-১২ ২০:২৭:৫৫

আগামীকাল ১৪ নভেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দিবসে নওগাঁ জেলায় মোট ৩ লাখ ৬৯ হাজার ১৯ জন শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ উপলক্ষে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জনের মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় এ তথ্য প্রদান করা হয়েছে। এ সময় সিভিল সার্জনের দপ্তরের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. কাজী মিজানুর রহমান এবং মেডিক্যাল অফিসার ডা. মোঃ নাফিজ আরেফিন উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
উক্ত মতবিনিময় সভায় দেয়া তথ্য অনুযায়ী জানা গেছে, আগামী ১৪ নভেম্বর জেলার তিনটি পৌরসভাসহ ১১টি উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৩৪ হাজার ৩শ ৮০ জন শিশুকে ১ লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ৩৪ হাজার ৬শ ৩৯ জন শিশুকে ২ লাক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জনের পক্ষে মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রন) কাজী মিজানুর রহমান জানিয়েছেন এ ব্যপারে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলায় ৯৯টি ইউনিয়নে মোট ২ হাজার ৫শ ৭২টি ইপিআই কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য মোট ১ হাজার ৩শ ৫২ জন কর্মী নিয়োজিত থাকবেন। এর মধ্যে স্বাস্থ্য বিভাগের আটশত ৮ জন এবং পরিবার পরিকল্পনা বিভাগের পাঁচশত ৪৪ জন কর্মী।
সানবিডি/ঢাকা/রাআ
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৬০০ বন্যার্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ
-
পদ্মা সেতু উন্মুক্ত: জাজিরা-মাঝিকান্দি ঘাটে সুনসান নিরবতা
-
রূপগঞ্জে ২ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-
পদ্মা সেতু দেখে ফেরার পথে সড়কে ২ জনের প্রাণহানী
-
হবিগঞ্জে বন্যা: মৎস্য খামারিদের ৪২ কোটির বেশি ক্ষতি
-
পায়রা ও কুয়াকাটায় বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড