স্বামীকে অবরুদ্ধ করে স্ত্রীর শ্লীলতাহানি!!

প্রকাশ: ২০১৫-১১-১২ ২০:৫৫:৫০


imagesবরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও দেবরকে অবরুদ্ধ করে স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় এলাকাবাসী ৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। অজ্ঞাতকারণে আটককৃতদের ছেড়ে দিয়েছে পুলিশ।

স্থানীয় একাধিকসূত্রে জানা গেছে, গত বুধবার রাতে হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আস্কর বৈরাগী বাড়ির রাস্তায় পার্শ্ববর্তী চক্রীবাড়ি গ্রামের শাওন (২৫), জহিরুল (২৮) ও সাইফুলসহ ৪-৫ জন দুর্বৃত্ত স্বামী মন্মথ বিশ্বাস ও দেবরকে অবরুদ্ধ করে মন্মথ বিশ্বাসের স্ত্রী সরস্বতী রাণীর শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এসময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে ৩ জনকে আটক করে। পরে বাগধা ইউপি চেয়ারম্যান বাবুল ভাট্টির মাধ্যমে থানায় সোপর্দ করে। রাতেই অজ্ঞাতকারণে পুলিশ আটককৃত ৩জনকে ছেঢ়ে দেয় পুলিশ।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি আটকের কথা স্বীকার করে বলেন, শ্লীলতাহানির কোন ঘটনা ঘটেনি। শুধুমাত্র মারধরের ঘটনা ঘটায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বিচার করার আশ্বাস দেয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

সানবিডি/ঢাকা/রাআ