ঢাকা কেন্দ্রীয় কারাগারে নূর হোসেন

আপডেট: ২০১৫-১১-১৩ ২০:৩৯:৫৮


Narayanganj-noor-Hossain-Updateস্পর্শকাতর মামলা ও নিরাপত্তাজনিত কারণে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, শুক্রবার বিকেল সোয়া ৪টায় নূর হোসেনকে কারাগারে আনা হয়।

নারায়ণগঞ্জের জেল সুপার হালিমা খাতুন এর আগে জানান, স্পর্শকাতর মামলা হওয়ায় এবং নিরাপত্তার কারণে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে নূর হোসেনকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। সেখানে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে ১১টি মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানো হয়।

শুনানি শেষে আদালত তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে নূর হোসেনকে কঠোর প্রহরায় নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখান থেকে নিরাপত্তার কারণে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ঢাকায় পাঠানোর আগে নারায়ণগঞ্জ কারাগারের জেলার আসাদুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিয়ম মাফিক নূর হোসেনকে জেলা কারাগারে রাখা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত আসলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, নূর হোসেনকে আদালতে নিয়ে যাওয়ার সময় নিহতদের স্বজনরা তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। এ সময় সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের মুখে হাসি দেখা যায়।

আদালতে হাজিরের সময় নূর হোসেনের পরনে ছিল খাকি রঙয়ের প্যান্ট ও সাদা-কালো স্ট্রাইপের গেঞ্জি। বাম হাতে ছিল নীল রঙের একটি ঘড়ি।

আদালতে তোলার সময় ভারত থেকে ফিরিয়ে আনা নূর হোসেনকে হাসতে দেখে ক্ষোভ প্রকাশ করেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

তিনি বলেন, আমাদের দাবি ছিল নূর হোসেনকে আবারও নতুন করে জিজ্ঞাসাবাদ করে চার্জশিট দেওয়া। তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু নূর হোসেনের চেহারা দেখে আমাদের মধ্যে ভয় কাজ করছে। কারণ আদালতে নেওয়া-আনার সময় তাকে হাসতে দেখা গেছে।