ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪
প্রকাশ: ২০১৫-১১-১৪ ১০:৪৩:১৪
ফরিদপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চৌধুরীডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওই গ্রামে মমিন খাঁর বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী চারদিক থেকে তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চার ডাকাত নিহত হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তারা এলাকায় তল্লাশি চালাচ্ছেন।