চট্টগ্রামে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৮২
আপডেট: ২০১৫-১১-১৪ ১১:২৯:২০
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫০ নেতা-কর্মীসহ বিভিন্ন মামলার ২৮২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতভর জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান বলেন, অভিযানে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার বাকিদের মধ্যে পরোয়ানাভূক্ত ১৮৭ জন এবং নিয়মিত মামলার ৪৫ আসামি রয়েছে।
নিয়মিত অভিযানের অংশ হিসাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ