চট্টগ্রামে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৮২

আপডেট: ২০১৫-১১-১৪ ১১:২৯:২০


An ultra-Orthodox Jewish boy with handcuffs looks out of the window of a bus, carrying some of 80 Ashkenazi parents who were to report to jail for defying the Supreme Court ruling, during a rally in Jerusalem June 17, 2010. Tens of thousands of ultra-Orthodox Jews protested in Israel on Thursday against the court order to desegregate a religious school and force Jewish girls of European and Middle Eastern descent to study together. The boy was wearing the handcuffs in solidarity with the parents on the bus. REUTERS/Ronen Zvulun (JERUSALEM - Tags: POLITICS CIVIL UNREST RELIGION IMAGES OF THE DAY)

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫০ নেতা-কর্মীসহ বিভিন্ন মামলার ২৮২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতভর জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান বলেন, অভিযানে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার বাকিদের মধ্যে পরোয়ানাভূক্ত ১৮৭ জন এবং নিয়মিত মামলার ৪৫ আসামি রয়েছে।

নিয়মিত অভিযানের অংশ হিসাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সানবিডি/ঢাকা/রাআ