বাজার পড়লেও ইন্ডিগো বাড়ল প্রায় ৯%
প্রকাশ: ২০১৫-১১-১৪ ১৬:২৫:৩০
সপ্তাহের শেষ দিনে কিছুটা উঠে ফের মুখ থুবড়ে পড়ে ভারতের শেয়ার বাজার। শুক্রবার সেনসেক্স এক ধাক্কায় পড়ে যায় ২৫৬.৪২ পয়েন্ট। তবে এদিন হু হু করে বেড়েছে ইন্ডিগো শেয়ারের দাম।
আজ শনিবার আনন্দবাজারে জানানো হয়েছে, বাজার বন্ধের সময় এদিন সূচক সর্বশেষ অবস্থান করছিল ২৫৬১০.৫৩ পয়েন্টে।
শেয়ার বাজার সূত্র বলছে, এক দিকে চড়া মূল্যবৃদ্ধি, অন্য দিকে শিল্প বৃদ্ধির হার কমার খবরই এ দিন সূচকের পতনের কারণ। ব্রিটেনের এফটিএসই সূচকে ইন্ডিগো শেয়ার অন্তর্ভুক্ত হতে চলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত মেলার জেরেই বাড়তে থাকে তার দর।
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই শেয়ার বাজারে ইন্ডিগোর শেয়ার ৭৬৫ টাকায় নথিভুক্ত হয়। এই দিন ডলারে রুপির দাম ২১ পয়সা বাড়ায় বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৬.১০ রুপি। এই নিয়ে টানা দুই দিনে রুপির দাম বাড়ল .৩৪ রুপি।
এই নিয়ে গত ৭ দিনের মধ্যে ৬ দিনেই সেনসেক্স পড়ল প্রায় ৬৫৫ পয়েন্ট। শেয়ার বাজারের হাল কী দাঁড়াবে, তা নিয়ে ইতিমধ্যেই কপালে চিন্তার রেখা ফুটেছে বিশেষজ্ঞ মহলের।