প্যারিস হামলায় হতাহতে শেখ হাসিনার নিন্দা ও শোক

আপডেট: ২০১৫-১১-১৪ ১৯:৫৪:০৮


Hasina_condolence_211104696ফ্রান্সের রাজধানী প্যারিসে জঙ্গিদের ধারাবাহিক হামলায় দেড় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে পাঠানো এক বার্তায় এই নিন্দা জানান তিনি। সন্ত্রাসের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ে বাংলাদেশের সমর্থনও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ কথা জানিয়েছে।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্যারিস জুড়ে এসব হামলায় নিরাপরাধ মানুষের প্রাণহানি ও জখম হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।

বাংলাদেশের জণগণ ও তার নিজের পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ফরাসী সাধারণ নাগরিক ও সরকারের প্রতি সংহতি জ্ঞাপন করছি।

শেখ হাসিনা বলেন, সন্ত্রাসিরা সন্ত্রাসিই। তাদের কোনও জাত, বর্ণ কিংবা ধর্ম নেই। আর সভ্য সমাজে এদের কোনও স্থানও থাকতে পারে না।

তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা এক হয়ে কাজ করবো।

ফ্রাঁসোয়া ওলাঁদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমি আপনার ও আপনার নাগরিকদের প্রতি আমাদের গভীর শোক জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবারগুলোর জন্য আমাদের সমবেদনা জানাচ্ছি। তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।