নিজের ভাগ্য খুলতে অবৈধভাবে বিদেশ যাত্রা বন্ধ করুন : প্রধানমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-২৯ ১০:৫৩:২৫


নিজের ভাগ্য খুলতে অবৈধভাবে বিদেশ যাত্রা বন্ধ করুন ।সোনার হরিণের খোঁজে অবৈধভাবে বিদেশ গিয়ে জীবন নষ্ট করবেন না । বিদেশ গমনেচ্ছুদের প্রতি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার জাপানে প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন,আমি মনে করি, অবৈধভাবে বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ,  যারা দেশের বাইরে যায়, তারা নিজের ভাগ্য খুলতে, সোনার হরিণ পেতেই যায়। এটা ঠিক যে দেশের বাইরে যাওয়ার ফলে অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে, আমাদের দেশেরও উন্নতি হয়েছে।

প্রবাসগামীদের সুরক্ষায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,

প্রবাসগামীদের সুরক্ষায় আমরা যেটা করেছি সেটা হলো, আমাদের প্রতিটি ডিজিটাল সেন্টারে সবাই রেজিস্ট্রেশন করবে। এই রেজিস্ট্রেশন করার পর তারা জানতে পারবেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কোথায় চাকরি পাবেন, সেই চাকরির কী কী সুবিধা পাবেন, ঠিকমতো চাকরিটা হবে কিনা, বেতনটা হবে কিনা। এসব বিষয়ে তথ্য নিয়ে তার পরই যাবেন। যারা বাইরে কাজ করতে যাবেন, তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, জমিজমা বিক্রি না করে ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েও মানুষ যেন প্রবাসে যেতে পারে, সেজন্য আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি। যারা হতদরিদ্র তাদের কোনো জামানতও দিতে হয় না। আমরা তাদের সহযোগিতা করি এবং খুব অল্প পয়সায় তারা প্রবাসে যেতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, অনেকে নিজের ঘর-বাড়ি বিক্রি করে প্রবাসের পথে যখন যাত্রা করে তখনো তারা অনিশ্চয়তার মধ্যে থাকে। জানে না কোথায় যাবে। হয়তো কিছু দালাল থাকে, তারা খুব ভালো স্বপ্ন দেখায়। সে স্বপ্ন দেখে সোনার হরিণের পেছনে ছুটতে গিয়ে নিজেদের জীবন দিতে হয়।

ভুল স্বপ্নে বিভোর হয়ে যারা বিদেশ যেতে জীবনের ঝুঁকি নেয় তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,

এত সুযোগ থাকা সত্ত্বেও জানি না মানুষ কেন এ পথ বেছে নেয়? যখন আমরা দেখি সাগরে মানুষ মারা যায়, ৮ লাখ টাকা ব্যয় করে গেছে; আমার কথা হলো, এই ৮ লাখ টাকার মধ্যে যদি ২ লাখ টাকাও দেশে ব্যয় করত দেশে কিন্তু অর্থ উপার্জন করতে পারত। এভাবে জীবনটাও দিতে হতো না, টাকাটাও নষ্ট হতো না।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন গ্রাম পর্যায় পর্যন্ত চলে গেছে, সেই সুযোগটা আছে। এভাবে নিজেকে ধ্বংস করার পথে যেন কেউ না যায়। এখন দেশে কাজ করলেই টাকা। কেউ যদি একটু কষ্ট করে কাজ করতে চায়, তাহলে তারা কিন্তু কাজ করতে পারে।

প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরাও আমাদের দেশে বিনিয়োগ করতে পারেন। প্রবাসীরা দেশে বিনিয়োগ করলে তাদের নিজেদেরও উন্নতি হবে, দেশও উপকৃত হবে।

নতুন নতুন পণ্যের রফতানি বাজার খুঁজতে প্রবাসীরা ভূমিকা রাখতে পারেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন,

পণ্য বাজারজাতের কোন দেশে কোন কোন পণ্যের চাহিদা সেটা আমরা উৎপাদন করতে পারি, বাজারজাত করতে পারি। সে সুযোগ যথেষ্ট আছে। নতুন পণ্যের বাজারের ক্ষেত্রে প্রবাসীরাও ভূমিকা রাখতে পারেন।

 

সানবিডি / এমএফইউ