সাপ্তাহিক দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৬-০১ ১৩:৪১:৫২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহেক শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে কনডেন্সড মিল্ক লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৫ দশমিক ৬০ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির  ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১.৭৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৯ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৪৬ লাখ ৯০হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১০ দশমিক ৩৩ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ৩১ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া তালেকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, দুলামিয়া কটন স্পিনিং মিলস, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড এয়ারওয়েজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড।

সান বিডি/এসকেএস