বন্ধ থাকবে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ব্রেক ড্রাম উৎপাদন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-০৯ ১১:১৯:৩৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিংয়ের ব্রেক ড্রাম উৎপাদন পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। জিএল ফিটিংস এবং ব্রেক ড্রামের বিপণন ব্যয় ও মুনাফার কথা বিবেচনা করে কোম্পানিটি উৎপাদন বন্ধ রাখবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্রেক ড্রামের উৎপাদন স্থান ও ব্যবস্থাপনা জিআই ফিটিংসের উৎপাদন কাজে ব্যবহার করা হবে। এতে তুলনামূলক মুনাফা বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।
প্রসঙ্গত, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ৯৬ পয়সা।
আর ৩ মাসে প্রতি ইপিএস হয়েছে ৫৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৩১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির এনএভি হয়েছে ১০ টাকা ৩১ পয়সা।
সান বিডি/এসকেএস