উত্তরা ফাইন্যান্সের এজিএমের ভেন্যু তারিখ পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-০৯ ১১:৪৮:২২


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স লিমিটেড ২৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু ও তারিখ পরিবর্তন করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৩০ জুন, সকাল সাড়ে ১০টায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, পূর্বাচলএক্সপ্রেস হাইওয়ে, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৬ জুন সকাল সাড়ে ১০টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টা, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু অনিবার্য কারণবশত কোম্পানি তা পরিবর্তন করা হয়েছে। তবে অন্যান্য তথ্য অপরিবর্তীত থাকবে।

সান বিডি/এসকেএস