পাইলট ভূল করে পাসপোর্ট রেখে গেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-০৯ ১৩:২৬:৫৯
পাইলট নিজে ভূলে পাসপোর্ট রেখে গেছেন এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল । তবে তিনি আরও বলেন এমন কাজ করা ঠিক হয়নি তার
আজ রবিবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতরের পরবর্তী প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা গাফিলতির দায়ে ইতোমধ্যে একজনকে সাসপেন্ড করেছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জানেন, আপনারা বা আমরা নিজেও যখন বিদেশে যাই তখন পাসপোর্ট শো করতে হয়। কিন্তু এখানে পাইলটের কাছে পাসপোর্ট কেন দেখা হলো না তা আমরা খতিয়ে দেখবো।
এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিমানবন্দরে পুলিশের বিশেষ শাখা ইমিগ্রেশনের বিষয়টি দেখে। এখন এটা পাসপোর্ট বিভাগের হাতে দেওয়া হবে কিনা তা আমাদের আরও যাচাই করে দেখতে হবে।
সানবিডি/ এমএফইউ