ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-০৯ ১৯:৩১:৩৯
ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ-উল-ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার( ৯ জুন )ইসলামী ব্যাংক টাওয়ারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মু. শামসুজ্জামান। আরও বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, মুহাম্মদ কায়সার আলী ও হাসনে আলমসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি মো. আমিনুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।