দুস্থ্যদের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করলেন পারভীন হক সিকদার
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-০৯ ১৯:৩০:৫০
জাতীয় সংসদ সদস্য, ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার এমপি’র পক্ষ থেকে শরিয়তপুরে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন এবং প্রায় বিশ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গত ১জুন শুক্রবার বাদ জুম আ দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন মিসেস পারভীন হক সিকদার এমপি।
এরপর তিনি নেতাকর্মীদের সাথে আলোচনা ও মত বিনিময় করেন এবং স্থানীয় মানুষদের সাথে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। মাননীয় সংসদ সদস্য মিসেস পারভীন হক সিকদার এর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষ্যে শরিয়তপুরের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ প্রায় পাঁচ হাজার মানুষ কার্তিকপুরে অবস্থিত জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এসে জড়ো হন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিয়তপুর সদর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরিয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার, ভেদেরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, ভেদেরগঞ্জ যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মান্নান বারী, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আব্দুল জলীল হাওলাদার, গোসাইরহাট উপজেলার যুদ্ধকালীন কমান্ডার মজিবুর হক বাচ্চু, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন দুলাল ও মনসুর আজাদ খান শামীম সহ আরও অনেকে।
অনুষ্ঠানে মিসেস পারভীন হক সিকদার এমপি বলেন সকলকে ভালোবেসে, তাদের সাথে সময় কাটাতে এবং একসঙ্গে ইফতার করতে শরিয়তপুরবাসীর কাছে ছুটে এসেছেন তিনি। এসময় তিনি আরও বলেন, রোজা রেখে কষ্ট করে যে এত হাজার মানুষ এখানে ছুটে এসেছেন সেজন্য তিনি কৃতজ্ঞ এবং সবাইকে ইফতার ও দোয়া মাহইফল এ উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। দোয়া মাহফিলের পর উপস্থিত সকলের সাথে ইফতার করেন মিসেস পারভীন হক সিকদার এমপি। ইফতার শেষে পরদিন শনিবার সকালে শরিয়তপুরের বিভিন্ন এলাকার প্রায় বিশ হাজার অসহায়-দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী এবং ঈদ বস্ত্র বিতরণ করেন মিসেস পারভীন হক সিকদার এমপি।