ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে ৩৩ কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১০ ১০:৪৬:১৫
গত মে মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সরকারের রাজস্ব আদায় কমেছে। আলোচ্য মাসে ডিএসইতে মোট রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ১১ লাখ ১০ হাজার টাকা। আগের মাসে ডিএসইতে মোট রাজস্ব আদায় হয়েছিল ৪৩ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকা। এক মাসের ব্যবধানে রাজস্ব আদায় কমেছে প্রায় ৩৩ কোটি ১৫ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত মাসে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৬৭৮ টাকা। এপ্রিল মাসে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় হয়েছিল ৩৬ কোটি ২৮ লাখ ৬৩ হাজার টাকা। এক মাসের ব্যবধানে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় কমেছে প্রায় ৩৩ কোটি ৮৯ লাখ টাকা।
এদিকে, মে মাসে শেয়ার লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৭১ লাখ ৪৮ হাজার ৮৬১ টাকা। এপ্রিলে শেয়ার লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছিল ৬ কোটি ৯৮ লাখ টাকা। এ খাতের রাজস্ব আদায় মাসের ব্যবধানে কিছুটা বেড়েছে।
সান বিডি/এসকেএস