২ কোম্পানির এজিএম বুধবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১১ ১১:০১:২১
পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক এবং এশিয়া ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি ২টির মধ্যে উত্তরা ব্যাংকের বেলা ১১টায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, রজনীগন্ধা (হল-৩), জোয়ারশাহারা, খিলখেত, ঢাকাতে এবং এশিয়া ইন্স্যুরেন্সের এজিএম বেলা ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকাতে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে বার্ষিক সাধারণ সভায় অনুমোদন হতে পারে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ব্যাংক ২০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস এবং এশিয়া ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সান বিডি/এসকেএস