ঢাকা ইন্স্যুরেন্সের বিনিয়োগকারীদের তথ্য হালনাগাদের আহ্বান

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১১ ১১:৩০:৪৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্সের বিনিয়োগকারীদের তথ্য হালনাগাদের আহ্বান জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে কোম্পানিটি ২০১৮ সালের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজ ডিপির কাছে মার্জিন ঋণধারী বিনিয়োগকারীদের বিস্তারিত তথ্য চেয়েছে।  আগামী ২০ জুনের আগেই এই তথ্য হালনাগাদ করতে হবে।

ব্রোকারেজ হাউজগুলো স্টেটমেন্টে বিনিয়োগকারীদের নাম, বিও আইডি নম্বর, ক্লাইন্ট-ওয়াইজ শেয়ারহোল্ডিং পজিশন ও কন্টাক্ট নম্বর উল্লেখ করবে। স্টেটমেন্টের হার্ড ও সফট উভয় কপিই পাঠাতে হবে।

সান বিডি/এসকেএস