পুঁজিবাজারকে ব্যবহার করতে পারছি না:সিপিডি
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১১ ১৪:১৫:৪৮
পুঁজিবাজারকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। ব্যবহার করতে পারলে পুঁজিবাজারের মাধ্যমে অনেক বড় বড় প্রকল্প বাস্তবয়ন করতে পারতাম। আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংগঠনটির পক্ষ থেকে স্টেট অফ দ্যা বাংলাদেশ ইকোনমি অ্যান্ড বাজেট চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
এতে আরও বক্তব্য রাখেন বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসার্চ ফেলো তৌফিক ইসলাম খান।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আমরা সঞ্চয়পত্রের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এর থেকে বের হওয়ার জন্য প্রয়োজন। অন্যদিকে পুঁজিবাজারকে কাজে লাগাতে হবে। আমরা সঠিকভাবে পুঁজিবাজারকে কাজে লাগাতে পারছি না।
তিনি বলেন, পুঁজিবাজারকে কাজে লাগিয়ে সরকার বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারে। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী বন্ড মার্কেট।
তৌফিক ইসলাম খান বলেন, বিগত কয়েক বছরে পুঁজিবাজারে অনেক সংস্কার হয়েছে। পুঁজিবাজারের উন্নয়নের জন্য এই সংস্কার অব্যাহত রাখা প্রয়োজন। শুধু সংস্কার বা প্রণোদনা দিলেই পুঁজিবাজারে কাজে আসবে না। এর জন্য প্রয়োজন সুশাসন। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আরও সক্রিয় হতে হবে।