শীর্ষে উঠা সিদ্দিকুরের চোখে শিরোপা স্বপ্ন

প্রকাশ: ২০১৫-১১-১৪ ১৮:৩০:০১


Siddiqurদিল্লিতে প্যানাসনিক ওপেন গলফে অল্পের জন্য পারেননি শিরোপা জিততে। তবে ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের সম্ভাবনা জোড়ালো করেছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। শনিবার তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে লিডারবোর্ডে শীর্ষে উঠে এসেছেন দেশ সেরা এই গলফার। তার সঙ্গে শীর্ষে রয়েছেন মালয়েশিয়ার নিকোলাস ফুং।

সিঙ্গাপুরের ল্যাগুনা ন্যাশনাল গলফ ও কান্ট্রি ক্লাবে তৃতীয় রাউন্ড শেষে দুজনই পারের চেয়ে মোট দুটি করে শট কম খেলেন। দ্বিতীয় রাউন্ড শেষে পারের সমান শট খেলে যৌথভাবে ষষ্ঠ স্থানে থাকা সিদ্দিকুর শনিবার পাঁচটি বার্ডির পাশাপাশি তিনটি বোগি করেন।

আগামীকাল রোববার চতুর্থ ও শেষ রাউন্ডের খেলায় ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এশিয়ান ট্যুরের তৃতীয় শিরোপা জিততে পারেন সিদ্দিকুর।এর আগে ২০১০ সালে ব্রুনাই ওপেন ও ২০১৩ সালে ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিদ্দিকুর।