স্বাস্থ্য বীমার আওতায় আসবে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৬-১৩ ১৮:৩১:৪৪


দেশের সাধারণ মানুষকে স্বস্থ্য বীমার আওতায় নিয়ে আসতে চায় সরকার।  আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বাজেট উপস্থাপন করেন।

‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শিরোনামে প্রস্তাবিত আগামী ২০১৯-২০ অর্থবছরের ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে দরিদ্র নারীদের জন্য ক্ষুদ্রবীমা, কৃষকদের রক্ষায় শস্য বীমা, গবাদিপশু বীমা, সরকারি কর্মচারীদের স্বাস্থ্যবীমা চালুর প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়াও সরকারি কর্মচারীদের গ্রুপ বীমার আওতায় আনতে বীমাখাতের বিদ্যমান ব্যবস্থা সংস্কার করে জীবন বীমা করপোরেশনের সহযোগিতায় একটি সমন্বিত বীমা ব্যবস্থা চালু করা হবে।

বীমাখাতের ব্যাপক উন্নয়নের উদ্যোগ হিসেবে ডিজিটাইজেশন ও পেনিট্রেশন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়াও কারখানা শ্রমিকদের দুর্ঘটনাজনিত বীমা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

বৃহৎ প্রকল্পের মাধ্যমে সৃষ্ট সম্পদের বীমা দেশিয় বীমা কোম্পানির মাধ্যমে সম্পাদনের ব্যবস্থা করা ছাড়াও লস অব প্রফিট’র জন্য বীমা চালুর উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়াও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ক্ষেত্রে বীমা কোম্পানির সেবার উপর মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির প্রস্তাব করা হয়েছে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে।

বাজেট প্রস্তাবে বলা হয়, আমাদের দেশে জীবন বীমা অনেক দুর্বল, এটাকে জনপ্রিয় করা গেলে অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখতে।

উল্লেখ্য,  এবারের বাজেট দেশের ৪৮তম এবং আওয়ামী লীগ সরকারের ২০তম। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি প্রথম বাজেট।