‘জাবিতে মৌলবাদীদের ঠাই হবে না’

প্রকাশ: ২০১৫-১১-১৪ ১৮:৫৭:২৯


JU.Samimসাভারে এক আইনজীবীর বাসা থেকে শিবিরকর্মী সন্দেহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চার শিক্ষার্থীসহ পাঁচজন আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার সংগঠনের সহ-সভাপতি মাসুক হেলাল অনিক ও সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম এক বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে আটককৃতদের বহিস্কারের দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, সারাদেশে ক্রমাগত প্রগতিশীলদের উপর হামলা ও খুনের ঘটনার মাঝে দেশের একমাত্র শিবিরমুক্ত ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কখনই মৌলবাদীদের ঠাই হবে না। অবিলম্বে তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য গত মঙ্গলবার সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় একটি ভবনের সাততলা থেকে শিবির সন্দেহে পাঁচজনকে আটক করে সাভার মডেল থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, ১৮টি গুলি, ১০টি ককটেলসহ জিহাদি বই উদ্ধার করা হয়।