শিশুদের জন্য বরাদ্দ বেড়েছে ১৪ হাজার ৫৪০ কোটি টাকা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১৫ ১২:২২:৫৮


২০১৯-২০ অর্থবছরে জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৮০ হাজার ১৯০ কোটি টাকার পৃথক শিশু বাজেট উপস্থাপন করেছেন। এ বাজেটে অন্তর্ভুক্ত মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা হলো ১৫টি। গত অর্থবছরের চেয়ে প্রস্তাবিত বরাদ্দ বেড়েছে ১৪ হাজার ৫শ’ ৪০ কোটি টাকা। এ বছর পঞ্চম বারের মতো শিশুদের জন্য পৃথক বাজেট প্রণয়ন করা হচ্ছে।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, শিশু কেন্দ্রিক বাজেট বৃদ্ধিতে সরকারের অগ্রাধিকার অব্যাহত আছে। বিগত অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরের বাজেটে শিশু কেন্দ্রিক বাজেট প্রস্তাব উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ২০১৯-২০ অর্থবছরে দেশের জাতীয় বাজেটের প্রবৃদ্ধির তুলনায় শিশু কেন্দ্রিক বাজেট প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে।

তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের সাথে তুলনা করলে ২০১৯-২০ অর্থবছরে নির্বাচিত ১৫টি মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট বেড়েছে ১১.৮ শতাংশ। একই সময়ে শিশু-কেন্দ্রিক প্রস্তাবিত বাজেট ৬৫ হাজার ৬৫০ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০ হাজার ১৯০ কোটি টাকায়। প্রবৃদ্ধির হার হিসেবে যা ২২.১৬ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, শিশু কেন্দ্রিক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর প্রচেষ্টা আগের বছরগুলোর তুলনায় বেড়ে যাওয়ায় মন্ত্রণালয়গুলোর সার্বিক বরাদ্দের প্রবৃদ্ধির চেয়ে শিশু-কেন্দ্রিক কার্যক্রমের বরাদ্দের প্রবৃদ্ধি বেশি। এর ফলে নির্বাচিত মন্ত্রণালয়গুলোর মোট বাজেটের অনুপাতে শিশু সংবেদনশীল বরাদ্দও আগের অর্থবছরের ৪৩.৫৬ শতাংশ হতে ২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ৪৭.৫৯ শতাংশে বেড়েছে।

তিনি বলেন, সরকারের মোট বাজেটে শিশু কেন্দ্রিক বাজেটের হিস্যা ২০১৮-১৯ অর্থবছরের ১৪.১৩ শতাংশ হতে ২০১৯-২০ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩৩ শতাংশে। জিডিপি’র অনুপাতে শিশু-কেন্দ্রিক কার্যক্রমে বাজেট বরাদ্দের হার গত এক বছরে ২.৫৯ শতাংশ হতে বেড়ে ২.৭৮ শতাংশে দাঁড়িয়েছে। শিশু বাজেটের জন্য নির্বাচিত ১৫টি মন্ত্রণালয়ের বাজেট পর্যালোচনায় দেখা যায় ২০১৯-২০ অর্থবছরে প্রতিটি মন্ত্রণালয়ের মোট বাজেটের অনুপাতে শিশু-কেন্দ্রিক প্রস্তাবিত বাজেট বেড়েছে।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরে প্রথমবারের মতো ৫টি মন্ত্রণালয়ের জন্য শিশু-কেন্দ্রিক বাজেট উপস্থাপন করেন। এরপর পরপর চারবার শিশু কেন্দ্রিক বাজেট উপস্থাপন করেন। ২০১৮-১৯ অর্থবছরে তিনি ১৫টি মন্ত্রণালয়ের জন্য শিশু-কেন্দ্রিক বাজেট উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তারই ধারাবাহিকতায় এবছর ৮টি মন্ত্রণালয় ও ৭টি বিভাগের জন্য শিশু-কেন্দ্রিক বাজেট প্রস্তাব করেন। মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ।