সাপ্তাহিক দর পতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৫ ১২:৪৭:০৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৩ দশমিক ৮৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এআইবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি শেয়ারের দর কমেছে ১৩.৪১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১১ দশমিক ৩০ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ৩৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, এনসিসি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এমারেল্ড অয়েল ও অ্যারামিট সিমেন্ট লিমিটেড।
সান বিডি/এসকেএস