সুন্দরবনকে বিপদসংকুল বিশ্বঐতিহ্য ঘোষণার সুপারিশ আইইউসিএন’র

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৫ ১৭:১৬:০৩


বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে রক্ষায় বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।আর তাই প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেটিভ অব নেচার (আইইউসিএন) সুপারিশ করেছে সুন্দরবনকে বিপদসংকুল বিশ্বঐতিহ্য ঘোষণার জন্য। জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (ইউনেস্কো) কাছে এই মতামত জানানো হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে আগামী ৩০ জুন থেকে ১০ জুলাই অনুষ্ঠিতব্য ইউনেস্কোর বিশ্বঐতিহ্য বিষয়ক সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আইইউসিএন ইউনেস্কোর পরামর্শক হিসেবে কাজ করে।

গত ৭ জুন আইইউসিএন তাদের ওয়েবসাইটে সুন্দরবন নিয়ে আশঙ্কার কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, বিপদসংকুল বিশ্ব ঐতিহ্যগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের সুন্দরবন, মেক্সিকোর দ্বীপপুঞ্জ ও ক্যালিফোর্নিয়ার উপসাগরীয় এলাকা ও উত্তর মেসিডোনিয়ার ওহরিড অঞ্চল।

সুন্দরবন প্রসঙ্গে বলা হয়, বিশ্ব ঐতিহ্যের স্পর্শকাতর এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও বাণিজ্যিক স্থাপনার কারণে সুন্দরবন হুমকির মুখে রয়েছে। এই অঞ্চলটি ম্যানগ্রোভ বনাঞ্চল ও রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমি হিসেবে পরিচিত। সুন্দরবনের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ না নিরূপণ করেই সেখানে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, ঐ এলাকায় গড়ে তোলা হচ্ছে ১৫০টি শিল্প প্রকল্প। এছাড়া সুন্দরবনে জাহাজের যাতায়াত ও নদীতে ড্রেজিংসহ নানা কারণে সেখানের প্রাকৃতিক পরিবেশ রয়েছে হুমকির মুখে।

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন ও রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমি সুন্দরবনকে ১৯৯৭ সালে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।