বিদেশি বিনিয়োগ বাংলাদেশে শতভাগ নিরাপদ : বিডা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১৬ ১৭:১৪:৫৫


বিদেশি বিনিয়োগ বাংলাদেশে শতভাগ নিরাপদ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম ।

আজ ১৬ জুন, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিমিটেড এর এক প্রতিনিধি দল, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে বিডা-এর দপ্তরে সাক্ষাতকালে এমন মন্তব্য করেন ।

কাজী মোঃ আমিনুল ইসলাম সব ধরণের সহযোগিতার আশ্বাসের কথা উল্লেখ করে বলেন “ বিদেশি বিনিয়োগ বাংলাদেশে শতভাগ নিরাপদ ও আমাদের পলিসি অত্যন্ত উন্নয়ন বান্ধব। “

তিনি বলেন, ম্যাংগো টেকনোলজি লিমিটেড ও বিদেশী প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশ অটোমোবাইল সেক্টরে কাজ করবে। প্রতিষ্ঠান দুটির কারখানা চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ১০০ একর জমির উপরে প্রতিষ্টিত হবে। সেই লক্ষ্যে কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিমিটেড পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত টু হুইলার, থ্রি হুইলার এবং ফোর হুইলার (সেডান, জিপ, মিনিট্রাক ও মাইক্রোবাস) গাড়ি উৎপাদন করবে। দেশের বাজারে এ সব ধরনের পরিবহণ আগামী মার্চ -এপ্রিল থেকে পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির আশাবাদ ব্যক্ত করেন।

সানবিডি / ্এমএফইউ