ফেসবুক লাইভে আসছেন হুয়াওয়ের সিইও রেন ঝেংফেই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৬ ১৭:৪৮:৫৭
হুয়াওয়ে নিয়ে চলমান সংকটের বিষয়ে সরাসরি কথা বলতে ফেসবুক লাইভে আসছেন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেন ঝেংফেই।
বিশ্বের বিখ্যাত দুই জন বিশেষজ্ঞের সাথে প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে ওই লাইভ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। যেখানে এসব চিন্তাবিদের করা বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেবেন রেন। তারা হলেন- এমআইটি মিডিয়া ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যাপক নিকোলাস নিগ্রোপন্থে এবং লেখক ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট জর্জ গিলডার।
আগামী ১৭ জুন, ২০১৯ দুপুর ১২টায় চীনের শেনঝেনে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে এই ফেসবুক লাইভ অনুষ্ঠানটি শুরু হবে। অনুষ্ঠানে রেন ঝেংফেই হুয়াওয়ের বিষয়ে বিভিন্ন ভুল ধারণার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেবেন এবং বিশ্ববাসীর কাছে নিজের মতামত তুলে ধরবেন।
হুয়াওয়ে বাংলাদেশ ফেসবুক পেজ (https://www.facebook.com/HuaweiTechBD/) এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পেজ থেকে আগামীকাল দুপুর ১২টায় এই লাইভ অনুষ্ঠানটি সবাই দেখতে পারবেন।
মিডিয়া যোগাযোগ:
তানভির আহমেদ, সিনিয়র মিডিয়া ম্যানেজার, পাব্লিক এফেয়ার্স ও কমিউনিকেশন ডিপার্টমেন্ট
হুয়াওয়ে বাংলাদেশ
ফোন: ০১৭১১-০৮১০৬৪, ই-মেইলঃ tanvir.ahmed1@huawei.com
হুয়াওয়ে সম্পর্কে:
হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান। সমৃদ্ধ জীবন নিশ্চিতকরণ ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি উন্নত ও সংযুক্ত পৃথিবী গড়ে তোলাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে হুয়াওয়ে একটি পরিপূর্ণ আইসিটি সল্যুশন পোর্টফোলিও প্রতিষ্ঠা করেছে যা গ্রাহকদের টেলিকম ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ডিভাইস এবং ক্লাউড কম্পিউটিং-এর সুবিধাসমূহ প্রদান করে। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে সেবা দিচ্ছে যা বিশ্বের এক তৃতীয়াংশ জনসংখ্যার সমান। এক লাখ ৮০ হাজার কর্মী নিয়ে বিশ্বব্যাপী টেলিকম অপারেটর, উদ্যোক্তা ও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে ভবিষ্যতের তথ্যপ্রযুক্তিভিত্তিক সমাজ তৈরির লক্ষ্যে হুয়াওয়ে এগিয়ে চলেছে। উল্লেখ্য, ২০১৮ সাল শেষে হুয়াওয়ের আয় প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে যা আগের বছরের চেয়ে ১৯.৫% বেশি। এছাড়া গবেষণা ও উন্নয়নে (আরএন্ডডি) বিনিয়োগ মোট বার্ষিক রাজস্বের ১৪.১%, যার ফলেই পণ্য ও সল্যুশনের ক্ষেত্রে হুয়াওয়ে শীর্ষস্থান নিশ্চিত করতে পেরেছে। বিশেষ করে ফাইভজি’র ক্ষেত্রে হুয়াওয়ে বিশ্বব্যাপী ৪০টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে এবং ইতোমধ্যে ৭০ হাজার বেইজ স্টেশন হস্তান্তর করেছে। প্রযুক্তিগত সক্ষমতায় হুয়াওয়ে ইন্ডাস্ট্রিতে অন্যান্যদের চেয়ে অন্তত ১২ থেকে ১৮ মাস এগিয়ে।
আরও জানতে:
www.huawei.com
http://www.linkedin.com/company/Huawei
Tweets by Huawei
http://www.facebook.com/Huawei
http://www.google.com/+Huawei
http://www.youtube.com/Huawei