রাজধানীর বনানী এলাকার একটি স্টেশনারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (১৬ জুন) রাত ১২টা ২ মিনিটে বনানীর ২৩ নম্বর রোডের ন্যাম ভবনের পাশে আগুন লাগে। পুড়ে যাওয়া স্টেশনারি দোকানটির নাম এখনও জানা যায়নি।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১২টা ২ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে যায়। ১২টা ৩২ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে।