অর্থনৈতিক উন্নয়নে দূর করা হবে সকল প্রতিবন্ধকতা : সালমান এফ. রহমান
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১৭ ১৮:৫৪:৫৩
দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দূর করা হবে সকল প্রতিবন্ধকতা এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পখাত ও বিনিয়োগ উপদেষ্টা সংসদ সদস্য সালমান এফ. রহমান ।
আজ সোমবার (১৭জুন) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর কার্যালয়ে “ ব্যবসা সহজীকরণ সূচক বা ইজ অব ডুয়িং বিজনেস” এর এক সভায় যোগদান করে এই মন্তব্য করেন তিনি । এ সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বাংলাদেশে “ইজ অব ডুয়িং বিজনেস” এর বর্তমান অবস্থা ও অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন।
সভায় সালমান এফ. রহমান বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দূর করা হবে সকল প্রতিবন্ধকতা। তিনি বিনিয়োগের ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং সেই অনুয়ায়ী একশন প্ল্যান গ্রহণের কথা বলেন। সেই সাথে তিনি নিয়মিত ফিডব্যাক গ্রহণ ও মনিটরিং জোরদারের পরামর্শ প্রদান করেন।
এসময় (বিডা) এর চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন “গত এক বছরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রায় ৬৮% বেড়েছে, যেখানে বিশ্বের অনেক দেশেই তা কমেছে, এটি আমাদের একটি বড় অর্জন। আমাদের আরো অনেক দূর যেতে হবে, তাই বিনিয়োগকারীদের আরো বেশি আকৃষ্ট করার জন্য নেতিবাচক বিষয়গুলোকে দ্রুত দূর করতে হবে”।
তিনি আরও বলেন , বিশ্বব্যাংক ১০ টি বিষয়ের উপর ওপর ভিত্তি করে ব্যবসা সহজীকরণ সূচক বা ডুয়িং বিজনেসের র্যাঙ্কিং করে। এগুলো হলো ব্যবসা শুরুর অনুমোদন, ভবন নির্মাণের অনুমতি, বিদ্যুৎসংযোগ, সম্পত্তি নিবন্ধন, ঋণ প্রাপ্তি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, কর প্রদান, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন ও দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া।
এ সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/ এমএফইউ