হাই-টেক পার্কে কাজ করছে পঞ্চাশ হাজার

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১৭ ২০:৫৬:৪৭


হাই-টেক পার্কে বর্তমানে কর্মরত কর্মি সংখ্যা পঞ্চাশ হাজার বলে মন্তব্য করেছেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

আজ সোমবার (১৭জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ হাই- টেক পার্ক ও জাপানের ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউ মাঝে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেন ।অনুষ্ঠানে হাইটেক পার্ক এর বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে প্রেজেন্টেশন দেন ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম ।

পলক বলেন, আমরা হাইটেক পার্ক এর বিজনেস প্রসেস আউটসোর্সিং যাত্রা শুরু করেছিলাম মাত্র ৩০০ জন কর্মি নিয়ে। এখন হাই টেক পার্কে কর্মরত শ্রমিক সংখ্যা ৫০ হাজার । পার্কটি দেশের বেকারত্ব লাঘব করতে সহায়তা করছে ।

তিনি বলেন, বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত প্রকল্পগুলোর অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ সেন্টার ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা হচ্ছে। হাইটেক পার্কগুলোর মাধ্যমে ২০২০ সালের মধ্যে ৫০০ কোটি ডলার (৫ বিলিয়ন) এবং ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলার সফটওয়্যার ও সেবা রফতানি করতে সক্ষম হবে বাংলাদেশ।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের ২০১৯-২০ বাজেটে আইসিটি খাতে সরকার গুরুত্ব দিয়ে বাজেট রেখেছে  । এতে করে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি শিক্ষার্থীরা আইটি সম্পর্কে দক্ষ হতে পারবে ।

তিনি বলেন, আজ আমরা আইসিটি খাতে অনেক উন্নতি করেছি । জাপান  একমাত্র দেশে যারা আমাদের এইখাতটিকে এতটা গুরুত্ব দিচ্ছে এবং তাদের সহায়তায় আমরা সামনে আরও এগিয়ে যাবো । এসময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক খাতে বর্তমানে জাপানের সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে বলে উল্লেখ করেন ।

তিনি জাপান বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে বলেন, জাপান বাংলাদশ সম্পর্ক সর্বোচ্চতায় পৌঁছেছে । তাই সম্পর্কের এই বাধন টিকিয়ে রাখতে বাংলাদেশে আরও বিনিয়োগের আহবান করেন ।

বাংলাদেশ হাই- টেক পার্ক ও জাপানের ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউ মাঝে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় । বাংলাদেশ হাই- টেক পার্ক এর পক্ষ হতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক সচিব হোসনে আরা বেগম এবং জাপানের ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউট এর পক্ষ হতে স্বাক্ষর করেন  প্রেসিডেন্ট শিনজো কাগাওয়া ।

এসময় বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান জাপানকে বাংলাদেশের পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষৎতে আরও বিনিয়োগ করার আহবান জানান ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্য়ালয়ের মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ । বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমিসহ প্রমুখ।

সান বিডি / এমএফইউ