কনস্টেলেশন ইউনিট ফান্ডের আবেদন শুরু ১৯ জুন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৬-১৮ ১৯:০২:২১


বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ‘কনস্টেলেশন ইউনিট ফান্ড’ এর  আবেদন শুরু হবে আগামীকাল ১৯ জুন। চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত। আজ বুধবার, ১৮ জুন, ২০১৯ আব্রিজড প্রসপেক্টাস দৈনিক ভোরের কাগজ-এ প্রকাশিত হয়েছে।

সম্পদ ব্যবস্থাপক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিএসইসির গত ৬৮৮তম কমিশন সভায় ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা অংশ ১ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক কনস্টেলেশন এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেড। এছাড়া ফান্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং কাস্টোডিয়ান হিসাবে থাকছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

সান বিডি/এসকেএস