লাল প্যাথ ল্যাবস ও জেনিথ ইসলামী লাইফের মধ্যে চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৮ ১৫:৩৭:৫৩


বাংলাদেশে এই প্রথম বীমা কোম্পানি হিসেবে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে ল্যাব সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে এশিয়া মহাদেশের বৃহত্তম ল্যাব ড. লাল প্যাথ ল্যাবস বাংলাদেশ (প্রা.) লিমিটেড। জেনিথ ইসলামী লাইফের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

লাল প্যাথ ল্যাবের ডাইরেক্টর মো. দেলোয়ার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, লাল প্যাথ ল্যাব হতে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পাবে জেনিথ লাইফের পরিচালক, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন লাল প্যাথ ল্যাব- ইন্ডিয়া হতে আগত আন্তর্জাতিক ও কর্পোরট সেলস এর ভিপি রাজ সেহগাল, লাল প্যাথ ল্যাব বাংলাদেশের কর্পোরেট সেলস ম্যানেজার আবু জাফর ইকবাল, রিজওনাল সেলস ম্যানেজার অভিশেক ঘোষ, টেরিটরি ম্যানেজার এহতেশামুল হক রুহান এবং জেনিথ ইসলামী লাইফের জিএম ও কোম্পানি সচিব আবদুর রহমান, সি.ডিজিএম (অভ্যন্তরীণ নিরীক্ষা) হারুন অর রশিদ, এজিএম (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার, ম্যানেজর, (আই টি) জুয়েল মুন্সি এবং অফিসার (অভ্যন্তরীণ নিরীক্ষা) ইফতেখার উল ইসলাম।