বৃহস্পতিবার ৭ কোম্পানির এজিএম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-১৯ ১২:০০:৪২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : স্ট্যান্ডার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল এবং ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের সকাল ১০টায়, পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা ঢাকাতে; স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকাতে; এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের বেলা ১১টায়, মাল্টিপারপাস হল, আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

এছাড়াও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বেলা ১১টায়, কেআইবিসি ৩ডি সেমিনার হল, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকাতে; মার্কেন্টাইল ব্যাংকের বেলা ১১টায়, ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টস, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণী, বিজয়নগর, ঢাকাতে; ইউনিয়ন ক্যাপিটালের বেলা ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকাতে এবং ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এজিএম একই দিন বেলা সাড়ে ১১টায়, মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন, আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল ঢাকাতে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে বার্ষিক সাধারণ সভায় অনুমোদন হতে পারে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক ১০ শতাংশ বোনাস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১০ শতাংশ বোনাস, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, মার্কেন্টাইল ব্যাংক ১৫ শতাংশ বোনাস, ইউনিয়ন ক্যাপিটাল ৫ শতাংশ বোনাস এবং ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

সান বিডি/এসকেএস